শ্রমিকের গান।
লেখক জাবেদ হোসাইন।
ঘামে ভেজা কাঁধে যারা গড়ে তোলে ইমারত,
রোদ ঝড় বৃষ্টিতে অবিরাম চলে পথ।
দিন শেষে ফিরে দেখে আয়নাতে মুখটা।
খোকা যাবে ইসকুলে কিনে দিব ব্যাগটা,
খুকিটাকে লাল জামা কিনে দিব একটা।
অভাবের সংসারে ধুকে বউ ময়না।
ভালবাসা, আবদার কোন কিছু কয়না।
ছিড়ে যাওয়া শাড়ী মাকে কিনে দিবে বলিয়া,
এক-দুই দিন করে মাস যায় চলিয়া।
এমনিতে যায় দিন হয়না সে ক্লান্ত,
দেখে দেখে স্বপ্ন এক দিন ক্ষান্ত।
শ্রমিকের গান।
লেখক জাবেদ হোসাইন।
ঘামে ভেজা কাঁধে যারা গড়ে তোলে ইমারত,
রোদ ঝড় বৃষ্টিতে অবিরাম চলে পথ।
দিন শেষে ফিরে দেখে আয়নাতে মুখটা।
খোকা যাবে ইসকুলে কিনে দিব ব্যাগটা,
খুকিটাকে লাল জামা কিনে দিব একটা।
অভাবের সংসারে ধুকে বউ ময়না।
ভালবাসা, আবদার কোন কিছু কয়না।
ছিড়ে যাওয়া শাড়ী মাকে কিনে দিবে বলিয়া,
এক-দুই দিন করে মাস যায় চলিয়া।
এমনিতে যায় দিন হয়না সে ক্লান্ত,
দেখে দেখে স্বপ্ন এক দিন ক্ষান্ত।